এবার চাকরির দাবিতে স্লোগান খোদ কনের। ঘটনাটি পূর্ব বর্ধমানের ভাতারের ছাতনি গ্রামের একটি বিয়ে বাড়িতে। ওই চাকরিপ্রার্থীর নাম অভয়া রায়। তিনি টেট পাশ করলেও চাকরি পাননি বলে অভিযোগ। তাই রিসেপশনের দিনই ভরা বিয়েবাড়িতে চাকরির স্লোগান তুললেন। বললেন, 'নিয়োগ চাই, নিয়োগ চাই। আমাদের বঞ্চনা মানছি না, মানব না।' এদিকে বিয়ে বাড়িতে এমন স্লোগানে হইচই পড়ে গিয়েছে এলাকায়। আর সেই ভিডিও এখন ভাইরাল।