Advertisement

Viral Video: স্টাইল মারতে গিয়ে সি বিচে আটকে গেল দামি SUV, উদ্ধারে এল ট্রাক্টর

সমুদ্রে আটকে গেল গাড়ি। রীতিমতো ট্র্যাক্টর এনে তা টেনে বের করতে হল স্থানীয়দের। তামিলনাড়ুর কাড্ডালোরে সি বিচের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্থানীয়রা বলছেন, দামি SUV নিয়ে বালি, জলের উপর দিয়ে স্টান্ট করার চেষ্টা করছিলেন চালক। আর তখনই সমুদ্রের জলে আটকে পড়ে গাড়িটি।

Advertisement
POST A COMMENT