Advertisement

Cat Flying on Plane Shocks Pilot: মাঝ আকাশে বিমানের মাথায় উঁকি! দেখুন ভিডিও সাহসী বিড়াল

মাটি থেকে বেশ উঁচু দিয়ে উড়ে চলেছে একটি ছোট দুই আসন বিশিষ্ট বিমান। বিমান থেকে নিচের মনোরকম দৃশ্য উপভোগ করছেন বিমানের চালক ও পাশে বসে থাকা তাঁর সঙ্গী। হঠাতই খোলা বিমানে হাজির তৃতীয় এক যাত্রী। যদিও এই যাত্রী কোনও মানুষ নয়। এটি একটি বিড়াল। এই উঁচু জায়গা দিয়ে উড়ে যাওয়া বিমানটির মধ্যে কী করে বিড়ালটি এল তা ভেবে তখন বেশ চিন্তায় পড়ে গিয়েছেন চালক। আর বিড়ালটির অবস্থা, যাকে বলে আমায় নামিয়ে দাও, কী কুক্ষণেই যে উঠেছিলাম। স্বাভাবিক এত উঁচুতে থাকা একটি বিমানের হ্যান্ডেল ধরে কাহাতচক ঝুলে থাকা যায়। শেষ পর্যন্ত অবশ্য বিমানটি নামার পর বিমানটির হ্যান্ডেল থেকে সাবধানে বিড়ালটিকে নামিয়ে নেওয়া হয়। ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এভাবে বিমানে বিড়ালটিকে ঝুলতে দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা।

Cat Flying on Plane Shocks Pilot

TAGS:
    Advertisement