Advertisement

Viral Video: শিলিগুড়িতে প্রিজন ভ্যানে চোরে মুখে পুষ্পার ডায়লগ, 'ছিনকে খায়েগা, ঝুঁকেগা নেহি '

চোরকে চোর বললে নাকি অপমান করা হয়। সে প্রতিবাদ করে জানায়, চোর বলবেন না। ছিনিয়ে নি। তারপরই পুষ্পা সিনেমার ডায়লগ দিয়ে বলে পুষ্পা ঝুকেগা নেহি। শিলিগুড়িতে এক ব্যক্তি চুরির অভিযোগে ভ্যানে করে আদালতে নিয়ে হচ্ছিল, সেই সময় সাংবাদিকদের সামনে পুষ্পা সিনেমার ডায়লগ দেয়। চোর নয় সে কেড়ে নেয়। বলে পুষ্পা ঝুঁকেগা নেহি।

Advertisement
POST A COMMENT