Advertisement

Duel Aircraft Landing Viral Video: রানওয়েতে দুটো প্লেন গা ঘেঁষে নামল, ভিডিও দেখে বুক কাঁপবে!

যত কাণ্ড যেন মাঝ আকাশে। কখনও মাঝ আকাশে যাত্রীরা তুমুল ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েন। তাঁদের নামতে ডেস্টিনেশনের আগেই অন্যত্র প্লেনকে ল্যান্ড করাতে হয়েছে। এবার দুটো প্লেন এমন কাণ্ড ঘটাল, যা দেখে আপনিও অবাক হবেন। দুটো প্লেনের রানওয়েতে ল্যান্ড করার কথা। দুটো প্লেনই প্যাসেঞ্জার প্লেন। রানওয়েতে নামাটা তো খুব স্বাভাবিক। কিন্তু ওই প্লেন দুটো রীতিমতো গা ঘাঁষাঘেঁষি করে নামল। একটু এদিক ওদিক হলেই বড় কোনও ঘটনা ঘটে যেতে পারত।

Duel Aircraft Landing Viral Video

Advertisement