Advertisement

Elephant Drinking Water Viral Video: হাতির টিউবওয়েল থেকে জল খাওয়ার কায়দা দেখুন

যা গরম পড়েছে, তাতে কারোরই নিস্তার নেই। আর এই পরিস্থিতিতে ডাক্তাররা ঘনঘন জল খেতে বলছেন। দেখা যাচ্ছে বন্ধুর বেজায় জল তেষ্টা পেয়েছে। তাই বন্ধুর পিপাসা মেটাতে কেমন টিউবওয়েলের হাতল চিপে জল খাওয়াচ্ছে দেখুন। আর বন্ধুও বেশ খোশ মেজাজে শুঁড়ে করে জল খেয়েও যাচ্ছে। তবে যে সে বন্ধু আবার নয়, একটা মস্ত বড় হাতি। সম্প্রতি হাতির এই জল খাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি টিউবওয়েলের হাতল চিপে পাম্প করছেন। আর সেই জল শুঁড়ে করে খাচ্ছে একটা মস্ত বড় হাতি। মানে এতটাই তেষ্টা পেয়েছে যে থামার নাম করছে না। খেয়েই যাচ্ছে। কথায় আছে জল চাইলে না করতে নেই। তাই ওই ব্যক্তিও বন্ধুর আবদার মেটাতে পাম্প করেই যাচ্ছেন। একটা সময় পাম্প করতে করতে হাফিয়ে যান। তবে কয়েক সেকেন্ড একটু হাঁফ ছেড়ে ফের পাম্প করতে থাকেন। আর হাতির এই জল খাওয়ার ভিডিওটি পাশ থেকে একজন ক্যামেরা বন্দি করেন। আর তা নেট দুনিয়ায় পোস্ট করতেই ব্যাপক সাড়া ফেলে। ভিডিওটি এখনও পর্যন্ত বহু মানুষ দেখেও ফেলেছেন। আর তা দেখা মাত্র নেটিজেনরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন।

Elephant drinking water from tube well

Advertisement