Advertisement

Viral Video: হাতির মুখে হেলমেট! অবাক কাণ্ড গুয়াহাটিতে

হাতির মুখে হেলমেট! হ্যাঁ, চমকে দেওয়ার মতো হলেও ঘটনাটি সত্যি। গুয়াহাটির সাতগাঁও জেলার ঘটনা। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে রাস্তার মাঝে হঠাৎ একটি হাতি এসে পড়ে। এরপর সেই জায়গায় দাঁড়িয়ে থাকা একটি মোটর বাইকের দিকে এগিয়ে যায় গজরাজ। শুঁড় বাড়িয়ে হেলমেটটি তুলে মুখে নেয়, তারপর নিজের গতিতে হেলেদুলে সামনে এগিয়ে যায়।

Advertisement