টাকা উড়ছে। আমরা এই ধরনের অনেক কিছুই দেখতে পাই সিনেমায়। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। তবে বাস্তবে যে ছবি দেখা গেল তা কিন্তু রীতিমতো ভাইরাল। ঠিক সেরকমই ঘটনা ঘটল মুম্বইয়ের রাজপথে। যে কাণ্ড দেখলে আপনারও চোখ ছানাবড়া হয়ে যাবে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এশিয়াটিক সোসাইটি অব মুম্বইয়ের পাশ দিয়ে যাওয়ার সময় ফ্লিপকার্টেরএকটি ট্রাক খুলে অসংখ্য নোট বেরিয়ে আসছে। গোলাপি রঙের নোটগুলি রাস্তায় ছড়িয়ে পড়ছে। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল। তবে এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।
Flipkart truck oozes Rs 2,000 notes into Mumbai streets