Advertisement

Yuvraj Singh: গোবিন্দার 'কিসি ডিসকো মে জায়ে' গানে নাচ যুবরাজের, ভাইরাল ভিডিও

প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। প্রায়ই সোশাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে দেখা যায়। এবার তিনি একটি মজার নাচ নেচে ভাইরাল হয়েছেন। বলিউড স্টার গোবিন্দার একটি হিট গানের নাচ নকল করতে দেখা গেল তাকে। গোবিন্দার 'কিসি ডিসকো মে জায়ে' গানের নাচ একসময় যথেষ্ট আলোরণ তুলেছিল। সেই গানের বিটে তাঁকে নাচতে দেখা গেল। ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছেন ভিডিওটি। দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও।

Yuvraj Singh grooving to Govinda's iconic song Kisi Disco Mein Jaaye

Advertisement
POST A COMMENT