রাতের শহরে হাইওয়ে ধরে এগিয়ে চলেছে একটি বাইক। বাইকে চালকের আসনে বসে এক যুবক। আর তেলের ট্যাঙ্কারের উপর ওই যুবকের দিক মুখ করে বসে যুবককে জড়িয়ে বসে রয়েছে এক যুবতী। এখানেই শেষ নয়। মাঝ মধ্যেই যুবকের ঠোঁটে ঠোঁট রেখে, চলছে অবাধ চুমুও। রাতের শহরে যুগলের এই উদ্দাম বাইক প্রেম থেকে ততক্ষণে অনেকেই গাড়ি থেকে ভিডিও করতে শুরু করেছেন। এরকমই একজনের তোলা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা যাচ্ছে বাইকে রোমান্সে মত্ত ওই যুগলের কারোর মাথাতেই হেলমেট নেই। পাশাপাশি বেশ দ্রুত গতিতেই এগিয়ে চলেছে বাইকটি। প্রেমে মত্ত এই তরুণ-তরুণী কিন্তু যেকোনও সময় দুর্ঘটনার কবলে পড়তে পারতেন। ঘটনাটি গাজিয়াবাদের ইন্দিরাপুরম এলাকায়। সেখানেই জাতীয় সড়ক 9-এ রাত সাড়ে 12 টা নাগাদ ঘটনাটি নজরে আসে। এই ভিডিওটি ভাইরাল হতেই টনক নড়েছে গাজিয়াবাদ ট্রাফিক পুলিশের। বাইক চালকের বিরুদ্ধে হেলমেট না পরা, ত্রুটিপূর্ণ নম্বর প্লেট-অনুমোদন না নিয়েই রেসিং এবং স্পিড ট্রায়ালে অংশ নেওয়া-সহ একাধিক আইন ভাঙায় 21 হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই চালককে।
Ghaziabad: Video Of Couple's 'Dangerous Romance' On Bike Goes Viral, Police Respond