ফেসবুক জুড়ে লাল শিফন শাড়ি পরা মেয়েদের ছবির হিড়িক দেখে সকলের মনেই এই একটাই প্রশ্ন। কীভাবে হচ্ছে এই লুক চেঞ্জ? কোন AI বট রাতারাতি বদলে দিচ্ছে পোশাক? বলিউডের সেই আইকনিক ট্রেন্ড শাড়ি পড়া অবতার কোথায় তৈরি করা যাচ্ছে? গুগল হিস্ট্রিতে ঘুরছে এইসব প্রশ্নই।