Advertisement

Nabanna Hanuman: নবান্নে হনুমানের আচমকা লাফালাফি, হুলস্থুল কাণ্ড, দেখুন VIDEO

নবান্নে হঠাৎ ঢুকে পড়ল একটি হনুমান। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সকালে নবান্নের ১৩ তলার বারান্দা দিয়ে ভিতরে ঢুকে পড়ে হনুমান। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, নবান্নের বারান্দা দিয়ে লাফাতে লাফাতে এগিয়ে চলেছে হনুমানটি। হাতে ওয়াকিটকি নিয়ে তার পিছু নিয়েছেন এক নিরাপত্তারক্ষী। সব মিলিয়ে নবান্নের ১৩ তলায় হুলসুথ্ল পরিস্থিতি।

Advertisement
POST A COMMENT