Advertisement

VIDEO: মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে তছনছ গোঘাটের দিগেরপাড়া গ্রাম, দেখুন

এদিন সকাল থেকেই এলাকায় তুমুল বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া (Goghat Storm) শুরু হয়, বেলা যত বেড়েছে ততোই বৃষ্টির দাপট বেড়েছে সঙ্গে দমকা হাওয়ার। জানা গেছে রাতের দিকে হঠাৎ করেই কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় কাঁটালি গ্রামের বহু ঘরবাড়ি এবং গাছপালা। কোথাও উড়েছে ঘরের চাল, কোথাও বা গাছ ভেঙে পড়েছে আবার কোথাও উপড়ে পড়েছে বড় বড় গাছ।

heavy storm in goghat hooghly

Advertisement