Advertisement

Horse Forced to Smoke Weed: এর নাম পুণ্য? কেদারনাথের পথে ঘোড়াকে গাঁজা খাওয়াল 2 যুবক

চারধাম যাত্রায় ইতিমধ্যেই অংশ নিয়েছেন বহু পুণ্যার্থী। কিন্তু এরই মধ্যে একটি ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কেদারনাথের পথে যাওয়ার সময় একটি ঘোড়াকে জোর করে ধূমপান করাচ্ছেন দুজন যুবক। স্বাভাবিকভাবেই ঘোড়াটি মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু একজন জোর করে ওই ঘোড়াটির মুখ চেপে ধরে আছে। আরেকজন ঘোড়াটির নাকের ছিদ্রে জোর করে গাঁজার ধোঁয়া ভরে দেওয়ার চেষ্টা করছে। শেষমেষ বাধ্য হয়েই ঘোড়াটি নাক দিয়ে ধোঁয়া নিয়ে মুখ দিয়ে ছাড়তে বাধ্য হচ্ছে। এই ভিডিওটি ভাইরাল হতেই নড়চড়ে বসেছে উত্তরাখণ্ড পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে এই বিষয়টি তাঁদের নজরে এসেছে। ওই যুবকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

Horse Forced to Smoke Weed in Uttarakhand

Advertisement