Advertisement

How to make ice cream: আইসক্রিম তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি আর আইসক্রিম খেতে নাও চাইতে পারেন

আইসক্রিম দেখে জিভে জল আসে না, এমন মানুষ মেলা ভার। কমবেশি সববয়সী মানুষের পছন্দের তালিকায় থাকে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম। কিন্তু আইসক্রিম তৈরির একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি আর আইসক্রিম খেতে নাও চাইতে পারেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি আইসক্রিম কারখানায় আইসক্রিম তৈরির প্রস্তুতি চলছে। আইসক্রিমের মণ্ড তৈরি করে আইসক্রিমের কাঠি ভরে দিয়ে জমতে দেওয়া হল। এরপর নানা প্রক্রিয়ার মাধ্যমে চলল আইসক্রিম তৈরি। একসময় দেখা গেল চকোলেটের মিশ্রণের মধ্যে ঢালা হচ্ছে প্রচুর পরিমাণে তেল। এরপর ঘেঁটে দেওয়া হল। আইসক্রিম তৈরির এই ভিডিও দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আইসক্রিম তৈরির ক্ষেত্রে এত তেল ঢালা হচ্ছে কেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। এভাবে তৈরি আইসক্রিম আদৌ কতটা স্বাস্থ্যসম্মত তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও কোন ব্র্যান্ডের আইসক্রিম তৈরি হচ্ছে তা জানা যায়নি। তবে অনেকেই লিখেছেন, আইসক্রিম তৈরির এই ভিডিও দেখে তাঁরা আইসক্রিম কিনে খাবার আগে দুবার ভাববেন। আপনি কি ভাবছেন? জানান আমাদের কমেন্ট করে।

How to make ice cream in Delhi viral video.

Advertisement