প্লাস্টিক পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। শুধু মানুষ নয়। সমুদ্র থেকে বন্যপ্রাণী প্লাস্টিকের প্রভাবে তারাও নাজেহাল। অনেক সময় দেখা যায় খাবার মনে করে প্লাস্টিক খেয়ে ফেলে মৃত্যু বরণ করেছে অনেক প্রাণী। এরকম অনেক ভিডিও আমরা দেখি। এরকমই একটি ভিডিও পোস্ট করেছেন আইএফএস অফিসার সুশান্ত নন্দা। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হাতি প্লাস্টিককে খাবার মনে করে খাওয়ার চেষ্টা করছে।
Hungry Elephant trying to eat plastic