বারবার অভিযোগ ওঠে অনলাইনে খাবার ডেলিভারি করা বিভিন্ন খাবার ডেলিভারী করা সংস্থার বিরুদ্ধে। এবার চিকেন বিরিয়ানির মধ্যে মিলল মরা টিকটিকি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদে। এক ব্যক্তি জনপ্রিয় ওই অনলাইন অ্যাপ থেকে বিরিয়ানি অর্ডার করেন। সময় মতো হাতেগরম প্যাকেট পৌঁছেও যায় বাড়িতে। কিন্ত তা খুলতেই আঁতকে ওঠেন গ্রাহক। দেখা যায় চিকেন বিরিয়ানির মধ্যে রয়েছে মরা টিকটিকি। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিযায়। যার পর অভিযুক্ত রেস্তরাঁর বিরুদ্ধে নিন্দার ঝড় তুলেছে নেটিজেন। এমন ঘটনায় সোশাল মিডিয়ায় গর্জে উঠেছে জনতা। অভিযুক্ত রেস্তরাঁর এমন কাজের তীব্র নিন্দা করছেন সকলে।
Hyderabad man finds dead lizard in biryani he ordered online