Advertisement

Human Cat : বিড়াল হতে 22 বার অপারেশন তরুণীর, টাকা থাকলে কত কী না হয় দেখুন

বিড়াল হওয়ার চেষ্টা চালাচ্ছেন এক ইটালীয় তরুণী। অর্থাৎ তিনি নিজেই এক অদ্ভূত শখের জন্য এই চিন্তা ভাবনা শুরু করেন। অর্থাৎ তিনি বিড়াল হবেন। বেশ কয়েকদিন আগে কুকুর হওয়ার চেষ্টা করেন এক জাপানি নাগরিক। সেই খবর ভাইরাল হয়েছিল। এর জন্য বিশেষ এক ধরনের পোশাকও কিনেছিলেন তিনি। এবার বিড়াল হতে চেয়ে রীতিমতো বহেকায়দায় পড়েছেন এই ইটালীয় তরুণী। চিয়ারা ডেল'আবেতে নামে ওই তরুণী। মানব বিড়াল হতে চেয়ে নিজের শরীরই পরিবর্তন করে ফেলেছেন। বিড়াল সাজতে গিয়ে তিনি এক অদ্ভূত লুক নিয়েছেন। মানে যা দেখলে ভয়ঙ্কর মনে হবে আপনার।

Italian Lady Gets 20 Body Modifications To Realise Her Dream Of Transitioning Into A Human Cat

Advertisement