কথায় বলে 'ওল্ড ইজ গোল্ড।' এ ক্ষেত্রে অবশ্য বলা যেতে পারে, 'ওল্ড ইজ কপার'। আসলে কলকাতা শহরটাই এমন। ওলিগলিতে গল্প। যেমন বেন্টিঙ্ক স্ট্রিটের এই চায়ের দোকান। ১০০ বছরের প্রাচীন এই দোকানে ভিড় লেগেই থাকে। এই দোকানের ইউএসপি হল, তামার পাত্রের জলে চা তৈরি হয়। সেই পাত্রের নাম 'সামোভার'। বহু প্রাচীন এই পাত্রের জল ধরে ২০ লিটার। দোকানের মালিক মহেন্দ্র যাদবের দাবি, তাঁর চা স্বাস্থ্যের পক্ষে উপকারী দেয়। তাঁর কথায়, 'এই পাত্রটি ১০০ বছরের পুরনো। এখন বাজারে পাওয়া যাবে না। এই তামার পাত্রে রাখা জল লিভারের জন্য ভালো।'