Social Media য় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের Video Viral হয়। আর কখনও কখনও সেই সমস্ত ভিডিও রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করে। এবার তেমনই একটি ভিডিও এল প্রকাশ্যে। সেই ভিডিওতে এক মহিলাকে এক টোল কর্মীকে মাত্র ৪ সেকেন্ডে ৭ বার চড় মারতে দেখা গিয়েছে। ঘটনাটি Uttar Pradesh র হাপুরের। ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মহিলা টোল বুথে ঢুকে টোল কর্মীকে একের পর এক চড় মারছে। ঘটনার আকস্মিকতায় একেবারে হতবাক বনে যান ওই টোল কর্মী ও আশে পাশে থাকা লোকজন। এরপর Security Guard এসে বুঝিয়ে সুঝিয়ে ওই মহিলাকে নিয়ে যান।
Lady slaps man repeatedly in viral video