Advertisement

True friend: ক্লাসরুমে বন্ধুর কাঁধে মাথা রেখে ঘুম, ভাইরাল ভিডিও

IAS অফিসার অবনীশ শরণ একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে ক্লাসরুমে বন্ধুর পাসে বসে ঘুমিয়ে পড়ছে এক ছাত্র। সে ঘুমতো গিয়ে পড়ে যেতে পারে। তাই বন্ধুর ঘুমানোর জন্য সে তার কাঁধ এগিয়ে দেয়। এই সুন্দর ছবিটি শেয়ার করেছেন তিনি। দুটি ছোট ছেলের এই বন্ধুত্বের এই বন্ধন সবাইকে মুগ্ধ করেছে। এরকম সত্যিকারের বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার।

little boy giving a shoulder to his friend to sleep

Advertisement
POST A COMMENT