Advertisement

M.A Pass Phuchka Seller in Nadia: চরম অর্থ কষ্ট, নদিয়ায় M.A পাস করে ফুচকা বিক্রি শুরু করলেন শিমপি সাহা

যে রাঁধে সে চুলও বাঁধে। এমনই এক নারী শক্তির পরিচয় পাওয়া গেলো নদিয়ায়। কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা শিমপি সাহা (Shimpi Saha)। M.A পাস করে তিনি চাকরির পরীক্ষা দেওয়ার পাশাপাশি বাবার সংসারে একটু অর্থ দিয়ে সাহায্য করার জন্য নিজে বাড়ির সামনে ফুচকা বিক্রি করে অর্থ উপার্জন করছেন । করোনা পরিস্থিতির পাশাপাশি লক ডাউনে সে ভাবে ব্যবসা না চলায় চরম অর্থ কষ্টের মধ্যে ছিলেন তাঁরা। ছোট মেয়ে শিমপি সাহা তাই বাবার কষ্ট কম করতে সংসারের হাল ধরতে এগিয়ে এসেছেন ।

M.A Pass Phuchka Seller in Nadia

Advertisement