Advertisement

Viral Video: প্রবল বৃষ্টিতে জল জমা রাস্তায় ঘুরছে কুমির

বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। ৪ জেলায় জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। তরমধ্যেও শিবপুরীর (Shivpuri) অবস্থা সবচেয়ে খারাপ। এর মাঝেই এমন এক ছবি প্রকাশ্যে এল যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রকাশ্য বাজারে গুরে বেড়াতে দেখা গেল একটা আস্ত কুমিরকে। জানা যাচ্ছে, শিবপুরীর মাংস বাজারে ওই কুমিরট (Crocodile) জলে ভেসে চলে আসে। কুমিরটি বাজারের বেসমেন্টে প্রবেশ করে। কুমিরটিকে দেখতে পেয়ে স্থানীয়রা সেটির লেজ ধরে টেনে বের করে এনে বেঁধে ফেলে। পরে আবার সেটিকে কাঁধে নিয়ে মিছিলও বের করলেন মানুষ। যদিও শিবপুরীতে প্রায়শই কুমীর দেখা যায়। কুমির দেখতে পেলেই ধরে রাখেন স্থানীয় মানুষজন। পরে মাধব জাতীয় উদ্যানের কর্মীরা গিয়ে তা উদ্ধার করে নদীতে ছেড়ে দেন। VIDEO: প্রমোদ ভার্গব

Advertisement