Advertisement

Murshidabad Divorce: প্রেম করে বিয়ের পরেই ডিভোর্স! বালতি বালতি দুধ ঢেলে স্নান করে সেলিব্রেশন!

বাড়ির অমতে প্রেম করে বিয়ে করেছিলেন তিন বছর আগে। আর আজ ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ! কিন্তু দুধ ঢেলে হঠাৎ এই ঘটনা কেন? আরিফুলের বক্তব্য, “ভালোবাসা ছিল, কিন্তু সংসার টিকল না। এবার নিজেকে শুদ্ধ করে নতুন জীবন শুরু করব।” একইসঙ্গে যুব সমাজকে বার্তা – “প্রেম করে বিয়ে করার আগে পরিবারের পরিবেশটা একবার দেখে নিন।” চাঞ্চল্যকর এই ঘটনা Murshidabad র হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার কাচারিপাড়া এলাকার ঘটনা।

Man bathes with milk after divorce in murshidabad

Advertisement