মজার একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন কুমোর মাটির হাঁড়ি তৈরি করছেন। কুমোরের ঘুরন্ত চাকাতে মাটির তাল হাতের আঙুলের স্পর্শে তৈরি হচ্ছে হাঁড়ি। আর হঠাৎ দেখা গেল, কুমোর পোষা বেড়াল, সেও তার থাবা দিয়ে চেষ্টা করছে হাঁড়ি বানাতে।খুবই ধীরে ধীরে সে মাটির তালে তার থাবা স্পর্শ করছে। দেখুন সেই মজার ভিডিও।
Man gets a helping paw from a cat while making pots