Advertisement

Bankura Monkey Doctor: অবাক কাণ্ড! বাঁকুড়ায় রোগী দেখছে বাঁদর

কোনও ডাক্তারবাবুর কাছে নয়, রোগীরা ভিড় জমিয়েছে একটি বাঁদরের কাছে এবং বাঁদর রোগী দেখছে। ঘটনাটি যতই অবাস্তব মনে হোক না কেন বাস্তব চিত্র এটাই। বাঁদর ডাক্তারের ভিজিটও কম নয় যেমন রোগ তেমন ভিজিট। টাকা নিচ্ছে বাঁদরের মালিক সাগর, কারও কাছে ২১ টাকা, ১০০ টাকা আবার কারও কাছে ২০০-২৫০ টাকা। এই দৃশ্য দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জয়নগর গ্রামে। ওই বাঁদর ডাক্তার এবং ডাক্তার মালিকের বাড়ি নদিয়া জেলার চাপড়া থানার নবাবগঞ্জে।

a monkey is examining the patients at bankura

Advertisement