Advertisement

Monkey Office Working Viral Video: দিব্যি অফিসে বসে ফাইল ঘাটছে হনুমান, কেরানি বাঁদর

অফিসে বসেই অন্যদের সঙ্গে ফাইল ঘাটছে, এতোক্ষণ তো ঠিকই ছিল। কিন্তু আপনি জানলে চমকে যাবেন এই ফাইলটি যে নাড়াচাড়া করছে সে আসলে একটি হনুমান। হ্যাঁ ঠিকই শুনেছেন একটি হনুমান রীতিমতো অফিসে ঢুকে মনোযোগ দিয়ে অফিসের গুরুত্বপূর্ণ ফাইল ঘেটে দেখছে। তবে তার পাশেই অনেকে দাঁড়িয়ে বা বসে থাকলেও সে কিন্তু তাদের বিরক্তও করছে না অথবা তাদের কাজে ব্যাঘাতও ঘটাচ্ছে না। রীতিমতো নিজের খেয়ালেই সে অফিসের কাজ করে চলেছে। সাহারানপুরের ঘটনা ভাইরাল নেটপাড়ায়। মানে অফিসের কাজ বলতে সে অন্য অফিস কর্মীদের মতোই ফাইল নেড়ে চেড়ে দেখছে।

Monkey Office Working Viral Video

Advertisement