Advertisement

Viral Video: অনেক চেষ্টা করেও পুকুর থেকে উঠতেই পারছেন না মন্ত্রী, দেখুন VIDEO

নাগাল্যান্ডের মন্ত্রী টেমজেন ইমনা আলং। প্রায়ই তিনি X-এর মতো প্ল্যাটফর্মে তার মজাদার ভিডিও পোস্ট করেন। এরকমই একটি নিজের ভিডিও পোস্ট করেছেন। কাদায় ভরা পুকুর থেকে তিনি ওঠার চেষ্টা করছেন। কিছুতেই পারছেন না। তাঁকে তোলার জন্য তিনজন চেষ্টা করে যাচ্ছেন। সামনে থেকে দুজন টানছেন এবং পিছন থেকে একজন ঠেলছেন। দেখুন সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT