scorecardresearch
 
Advertisement

Viral Trending News: মাঝ আকাশে প্লেনের দরজা খোলা নাকি, চেক করতে গিয়ে ভারতীয় যাত্রী জেলে

Viral Trending News: মাঝ আকাশে প্লেনের দরজা খোলা নাকি, চেক করতে গিয়ে ভারতীয় যাত্রী জেলে

মাঝআকাশে বিমানে ভারতীয় যাত্রীর অদ্ভুত কাণ্ড। বিমানের এমারজেন্সি দরজা ঠিকমতো খুলছে কিনা পরীক্ষা করতে গেলেন তিনি। ওই যাত্রীর নাম Venkat Mohit Pathipati।২৯ বছরের ভেক্টর আমেরিকায় ডেটা ইঞ্জিনিয়ারের কাজ করেন। বেঙ্গালুরুতে আত্মীয়দের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। হঠাতই নিজের সিট থেকে উঠে বিমানের বাম দিকে থাকা এমারজেন্সি দরজা খোলার জন্য লিভার ঘোরানোর চেষ্টা করেন। ভেঙ্কটের এই কীর্তি দেখে ততক্ষণে আঁতকে উঠেছেন বিমানে থাকা অন্য যাত্রীরা। এ কী করছে রে বাবা। দরজা খুলে গেলে? বিষয়টি নজরে আসে বিমান ক্রুদেরও। তাঁরা গিয়ে ওই যুবককে ধরে ফেলেন। ভেঙ্কটের দাবি, বিমানের এমারজেন্সি দরজা ঠিকমতো কাজ করছে কিনা তা দেখার জন্যই তিনি এই পরীক্ষা করছিলেন। উল্লেখ্য, মাঝ আকাশে বিমান বেশি উচ্চতায় থাকলে চট করে এমারজেন্সি দরজা খোলে না। বিমানের বাইরে ও ভিতরে হাওয়ার চাপের তারতম্যের জন্যই এটা ঘটে। যদিও অপেক্ষাকৃত নিচু এলাকা দিয়ে যাওয়ার সময় এই দরজা খুলতেও পারে। শেষ পর্যন্ত বিমানটি বেঙ্গালুরুর ক্যাম্পাগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে। পরে তাঁকে গ্রেফতারও করা হয়। ভেঙ্কটের বিরুদ্ধে অভিযোগ, বিমানের ভিতরে নিজের ও অন্য যাত্রীদের জীবন বিপন্ন করার চেষ্টা করেছেন তিনি

A man tried to open a plane's emergency exit during a flight from Paris to Bangalore, India. Venkat Mohit Pathipati, 29, a data engineer, was arrested following the incident, police said. He reportedly claimed he was "checking the arming and disarming functions of the door."

Advertisement