Advertisement

Viral Video: ভোটে জিতে প্রত্যেককে মদের বোতল উপহার দিলেন বিজেপি সাংসদ

বিজেপি প্রার্থী হিসেবে লোকসভা ভোটে জিতেছেন। আর সেই জয় উদযাপনে সবাইকে মদের বোতল উপহার দিলেন সাংসদ। এমনটাই ঘটেছে কর্ণাটকের নেলামঙ্গলাতে। লোকসভা জয়ের উদযাপনে চিক্কাবল্লাপুর বিজেপি সাংসদ কে সুধাকর আয়োজন করেছিলেন এক অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে প্রত্যেককে মদের বোতল উপহার দিলেন তিনি। আর লাইন দিয়ে সেই মদের বোতল নিতে ভিড় জমিয়েছেন মানুষ। যদিও বেঙ্গালুরু গ্রামীণ এসপি সিকে বাবা বলেছেন, "আবগারি দফতর অনুমতি দিয়েছে এবং পুলিশকে ব্যবস্থার যত্ন নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে পুলিশ বিভাগের কোনও দোষ নেই, অনুমতি দেওয়ার দায়িত্ব আবগারি দফতরের।"

Advertisement
POST A COMMENT