Advertisement

Perfectly Round Egg: এত সুন্দর গোল ডিম, দেখলে মনে হবে গোলাপ জাম, এক পিসের দাম শুনলে থ হয়ে যাবেন

আমরা অনেক কিছুর আকার বোঝাতে ডিমের উদাহরণ দিয়ে থাকি। অর্থাৎ ডিমের মতো ওভাল দেখতে। কিন্তু ডিম যদি গোলাকার দেখতে হয় তাহলে কি হবে? কী ভাবছেন? মজা করছি? না না একদমই নয়। অস্ট্রেলিয়ার একটি ডিমের আকার কিন্তু পুরোপুরি বদলে গিয়েছে। একেবারে গোল ডিম। অর্থাৎ বলের মতো দেখতে একটি ডিম। এই তো কয়েকদিন আগের কথা, এক মহিলা সুপার মার্কেটে বাজার করতে গিয়ে এক পেটি ডিম কেনেন। যার মধ্যে একটি ডিম পুরোপুরি গোল। ওই ডিম দেখে তার চোখ পুরো ছানাবড়া হয়ে যায়। তিনি ডিমের ছবি তুলে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।

Perfectly Round Egg Found In Supermarket

TAGS:
    Advertisement