Advertisement

Rabbit and Cat: আটকে পড়া বিড়ালকে সাহায্য করছে খরগোশ, VIRAL VIDEO

প্রাণীদের অনেক মজার, আনন্দের ভিডিও আমরা দেখতে পাই। এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মানুষ বিপদে পড়লে অনেক মানুষ না দেখার ভান করে চলে যায়। অথবা সাহায্য করেই না। এখানে একটি প্রাণী অন্য এক প্রাণীকে সাহায্য করছে তাকে উদ্ধার করতে। একটি ভিডিতে দেখা যাচ্ছে, একটি বিড়াল আটকে গেছে একটি ঘরে। আর তাকে বের করার জন্য মাটি খুড়ছে একটি খরগোশ। দেখুন সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT