Advertisement

Rahul Gandhi Viral Video: নিজের হাতে শিখলেন জুতো সেলাই! মুচির সঙ্গে হল জমাটি আড্ডা, ফের মানুষের কাছে রাহুল

গত 26 জুলাই একটি মামলায় হাজিরা দিতে সুলতানপুরের আদালতে গিয়েছিলেন রাহুল গান্ধী। ফেরার পথে তাঁর গাড়ি এক চর্মকারের দোকানের সামনে থামে। রাহুল সেখানে প্রায় আধঘণ্টা কাটান। চর্মকারের কাজ দেখে শেখেন এবং তাঁর সঙ্গে কথাও বলেন। ওই চর্মকার তাঁর আর্থিক সমস্যার কথা রাহুলকে জানান। রাহুল তাঁর সমস্যাগুলি মন দিয়ে শোনেন এবং তাঁর সঙ্গে জুতো সেলাই করেন। রাহুল গান্ধী সেই চর্মকারের জন্য একটি নতুন সেলাই মেশিন পাঠিয়েছেন। জানা গিয়েছে, রাহুল গান্ধী সুলতানপুরে চর্মকারের সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁর সঙ্গে কথা বলে তাঁর অভাবের কথা শুনেছিলেন। জুতো সেলাইয়ের একটি মেশিন ওই চর্মকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Rahul Gandhi Viral Video

Advertisement