ধ্বংসের মাঝেও থামেনি বিয়ের সানাই। জম্মু-কাশ্মীরের রামবানে প্রবল ফ্ল্যাশ ফ্লাডের পরদিনই, ধ্বংসস্তূপ পেরিয়ে বরবেশে রওনা দিলেন সুনীল ওয়ালিয়া। বিপর্যয়ের মধ্যেও অটুট থাকল মনোবল ও বিয়ের আনন্দ। এ যেন আক্ষরিক অর্থেই নতুন জীবনের শুরু।