বাবা-মায়ের বিয়ে দিলেন ছেলে-মেয়েরা। রীতিমতো ঘটা করে বর সেজেছেন বাবা। বিয়ে করতে চলেছেন তাদের মাকে। আর নাচতে নাচতে বরের সঙ্গে চললো ছেলে-মেয়ে নাতি নাতনীরা। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের বেলিয়াপুকুরে বিশ্বনাথ সরকার ও সুরোধনি সরকারের ৭০ বছরের বিবাহবার্ষিকীতে এমনই কাণ্ড করলেন তাদের ছেলে-মেয়েরা।
Remarried on the 70th wedding anniversary at Murshidabad