scorecardresearch
 
Advertisement

Rituals of Bengal: পৌষ সংক্রান্তিতে কুমির-কচ্ছপের পুজো হয় এই গ্রামে

Rituals of Bengal: পৌষ সংক্রান্তিতে কুমির-কচ্ছপের পুজো হয় এই গ্রামে

বাস্তুতন্ত্র রক্ষার উদ্দেশ্যে প্রথা মেনে এখনও প্রতি বছর পৌষ মাসের অমাবস্যায় কুমির পুজোর উৎসব 'মানজেম থাপনি' পালন করা হয়। মন্ত্র উচ্চারণ করে, কুম্ভারজুয়া খালে নতুন ফসল, মাছ, মুরগি ও মুরগির ডিম উৎসর্গ করা হয় কুমির দেবতার জন্য। জ্যান্ত কুমির পুজো করা দুরূহ তাই মাটির তাল দিয়ে কুমির বানিয়ে পুজো করা হয় গ্রাম বাংলার বিভিন্ন এলাকায়। এরকমই এক পুজোর দেখা মিলল শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর মধ্যমপাড়া জোড়াপুকুর এলাকায়।

Crocodile worship is performed in this village in the month of Poush

Advertisement