Advertisement

Rituparna Sengupta Dance: কার্নিভালে মমতার গানে ঋতুপর্ণার নাচ, দেখুন VIRAL VIDEO

আরজি কর কাণ্ডের প্রতিবাদে শাঁখ বাজিয়ে ট্রোলের মুখে পড়েছিলেন। শ্যামবাজারে সেই প্রতিবাদ কর্মসূচিতে গিয়েও হেনস্থার মুখে পড়েছিলেন। যাবতীত অতীত দূরে ঠেলে সেই টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কার্নিভালে দেখা উত্‍সবে মাতোয়ারা। আসানসোলের কার্নিভালের পর এবার কলকাতাতেও দুর্গাপুজো কার্নিভালে নাচলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাও আবার শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানে। গানটি হল, 'আমার আড়ালে আমার আবডালে অঞ্চলী লহ পলে পলে'।

Advertisement
POST A COMMENT