scorecardresearch
 
Advertisement

India Book of Records: মুখস্থ নানা দেশের রাজধানীর নাম! রেকর্ড গড়ল হুগলির ৩ বছরের রিভান্স

India Book of Records: মুখস্থ নানা দেশের রাজধানীর নাম! রেকর্ড গড়ল হুগলির ৩ বছরের রিভান্স

বিস্ময়কর শিশুর মেধাশক্তির পরিচয় পাওয়া গেলো আরামবাগে। মাত্র ৩ বছর বয়সেই সে India Book of Records-এ নাম তোলে। প্রতিভাবান এই বিস্ময়কর শিশুর নাম রিভান্স নন্দী। সে এই শিশু বয়েসেই বলে দিতে পারে নানা দেশের রাজধানী থেকে শুরু করে নানান রাজ্যের রাজধানী। বলতে পারে পৃথিবীর বিখ্যাত মানুষদের নাম। অনায়াসেই সে জাতীয় সঙ্গীত গাইতে পারে। পাশাপাশি ইংরাজী শব্দের বিপরীত শব্দও তার কন্ঠস্থ। শব্দ বলার সঙ্গে সঙ্গে তিন বছরের রিভান্স নন্দী বলে দেবে তার বিপরীত শব্দ । জন্ম থেকেই তার মধ্যে একটা ব্যতক্রমি প্রতিভা লক্ষ্য করতো তার মা ও বাবা। সেই প্রতিভার বিকাশ ধীরে ধীরে প্রকাশ পায়।

rivance nandy a 3 years old boy from hooghly selected for India Book of Records

Advertisement