প্রথমেই বলে রাখা ভাল, দুর্বল হৃদয় হলে ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। এই ঘটনাটি বিহারের পুর্নিয়ার। চলন্ত ট্রেনে ওঠা যে কী ভীষণ বিপজ্জনক হতে পারে, তার আরও একটি উদাহরণ। এক ব্যক্তি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হড়কে একেবারে চলেই যাচ্ছিলেন তলায়। আরপিএফ-এর তত্পরতায় অল্পের জন্য রক্ষা পেলেন। দেখুন। ভিডিও শেয়ার করেছে রেল মন্ত্রকের ট্যুইটার হ্যান্ডেলও।
RPF Jawan Saves Man In Bihar, Viral Video