Advertisement

Sachin Tendulkar: ডাল লেকের ধারে বসে কাশ্মীরি শিল্পীর 'জামাল কুদু; গানে মজে সচিন

ডাল লেকের নিস্তব্ধ পরিবেশে বাজছে কাশ্মীরি বাজনা। আর মুগ্ধ হয়ে শুনছেন সচিন। ভিডিওটি শেয়ার করেছেন সচিন নিজেই। লিখেছেন আমাদের দেশে প্রতিভা সর্বত্র। আর গানের সুরটি বাজছে জামাল কুদু।

Advertisement
POST A COMMENT