Sachin Tendulkar: ডাল লেকের ধারে বসে কাশ্মীরি শিল্পীর 'জামাল কুদু; গানে মজে সচিন
Sachin Tendulkar: ডাল লেকের ধারে বসে কাশ্মীরি শিল্পীর 'জামাল কুদু; গানে মজে সচিন
- কলকাতা,
- 27 Feb 2024,
- Updated 12:58 PM IST
ডাল লেকের নিস্তব্ধ পরিবেশে বাজছে কাশ্মীরি বাজনা। আর মুগ্ধ হয়ে শুনছেন সচিন। ভিডিওটি শেয়ার করেছেন সচিন নিজেই। লিখেছেন আমাদের দেশে প্রতিভা সর্বত্র। আর গানের সুরটি বাজছে জামাল কুদু।