scorecardresearch
 
Advertisement

Crocodile: বাঁধের উপর উঠে পড়ল ৮ ফুট লম্বা কুমির, লাঠি হাতে তাড়াল এক ব্যক্তি

Crocodile: বাঁধের উপর উঠে পড়ল ৮ ফুট লম্বা কুমির, লাঠি হাতে তাড়াল এক ব্যক্তি

একটি ৮ ফুট লম্বা কুমির হঠাৎ পর্যটকদের প্রবেশ পথে প্রবেশ করে। সেই সময় এক ব্যক্তি নির্ভয়ে একটি লাঠি নিয়ে কুমিরটিকে তাড়া করে। আরও কুমিরটিও ভয় পেয়ে পালাতে থাকে। ঘটনাটি ঘটেছে তিরুভান্নালামাইয়ে। বৃষ্টির কারণে সেনগামের সাথানুর বাঁধ থেকে বন্যার জল ছাড়া হয়। বাঁধ থেকে জল ছাড়ার দৃশ্য দেখার জন্য ভিড় করে পর্যটকরা। সেই একটি কুমির হঠাৎ চলে আসে পর্যটকদের কাছে। মুহূর্তে আতঙ্কের সৃষ্টি হয়। ড্যাম কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাইরেন বাজিয়ে জনসাধারণকে সতর্ক করে। সেইসময় এক ব্যক্তিকে কেবল একটি লম্বা লাঠি নিয়ে ভয় ছাড়াই কুমিরটিকে তাড়া করতে থাকে। আর এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

Advertisement