শ্রবণ কুমারের কীর্তি কিংবদন্তি। সে তো সত্যযুগের ঘটনা। পুরাণের সেই শ্রবণ কুমার এবার কলিযুগেও। শ্রবণ কুমারের মতোই মা-বাবাকে বাঁকে বসিয়ে কাঁধে নিয়ে তীর্থে বেরিয়েছেন কলিযুগের শ্রবণ কুমার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বিকাশ গেহলট। দেখুন সেই ভিডিও।
Vikesh Gehlot starts kavand yatra 2022 with parents who are Sitting in Kanwar Bramk