scorecardresearch
 

Tigress Sheela Playing with her Cubs: বেঙ্গল সাফারি পার্কে রয়েল বেঙ্গল পরিবারের অবসর যাপন

Tigress Sheela Playing with her Cubs: বেঙ্গল সাফারি পার্কে রয়েল বেঙ্গল পরিবারের অবসর যাপন

এখনো তেমন গরম পড়েনি। ফলে খাঁচার বাইরেই সময় কাটাচ্ছে শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কের ব্যাঘ্র পরিবার। সাফারি পার্ক কর্তৃপক্ষ সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন । তাতে দেখা যাচ্ছে, খোলা ট্রেলের মধ্যে বসে রয়েছে সাফারি পার্কের একমাত্র স্ত্রী বাঘ শীলা। তাকে ঘিরে খেলে বেড়াচ্ছে তার চার শাবক। কখনো মায়ের কোলে, কখনো বুকে, পিঠে উঠে মাকে ব্যতিব্যস্ত করে চলেছে বাচ্চারা। আর মাঝেমধ্যেই গলা উঁচু করে বাচ্চাদের খুনসুটি উপভোগ করছেন মা নিজেও। দেখুন ভিডিও....

Siliguri Bengal safari park Tigress Sheela playing with her cubs