Advertisement

Drunk Teacher: ড্রিঙ্ক করে টলমল টিচার ক্লাসেই ঘুমিয়ে কাদা! কেমন টান টান ঘুম দিচ্ছে দেখুন

শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যায়। তবে এার যা ঘটল তা জানলে চমকে যাবেন। মহারাষ্ট্রের জালনায় একটি স্কুলে ক্লাসের মধ্যেই এক শিক্ষককে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেল। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ভোকরদান তহসিলের টাকলি গ্রামের জেলা পরিষদ স্কুলের। ওই শিক্ষক মত্ত অবস্থায় ক্লাসে ঘুমিয়ে পড়ে বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই শিক্ষকের নাম দামু ভীমরাও রোজেকর। ওই গ্রামের বাসিন্দা বলিরাম গাওয়ান্ডে হঠাৎ স্কুলে যান। গিয়ে দেখেন শ্রেণীকক্ষের ভিতরে শিক্ষক দামু রোজেকর অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তিনি গোটা দৃশ্যটি তার ক্যামেরায় রেকর্ড এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক।

Teacher found sleeping in class in Jalna Maharashtra

Advertisement