Advertisement

Man rides overloaded scooter: চলছে স্কুটার, এক টন জিনিসের মাঝে নিখোঁজ চালক

তেলেঙ্গানায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন স্কুটারে প্রায় একটন জিনিস নিয়ে যাচ্ছেন। তাতে দেখা যাচ্ছে চালকের বসারই জায়গা নেই। চালক যদিও হেলমেট পড়েছেন। কিন্তু তার পা রাস্তা ছুঁয়ে যাচ্ছে। স্কুটারটির সামনে পিছনে, সিটের ওপর বস্তা মধ্যে প্রচুর জিনিস ছিল। আর তাই তিনি বসেছিলেন স্কুটারের একদম পিছনের দিকে। এই ভিডিওটি তেলেঙ্গানা পুলিশও শেয়ার করেছে সতর্কীকরণের জন্য।

a man rides overloaded scooter

Advertisement
POST A COMMENT