চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড় ধরা! এ ক্ষেত্রে ধরা পড়ল না, বরং বলা ভাল আটকে গেল। কপাল খারাপ হলে যা হয়! রাজস্থানের কোটায় এক চুরির কাণ্ড ভাইরাল। পুরো সিনেমা। চোরেরা ঘরে ঢুকতে গিয়ে এগজস্ট ফ্যাশনের গর্তে আটকে গেল। বোরখেড়া থানার প্রতাপনগর এলাকায় ৪ জানুয়ারি রাতে চুরি করতে এসে তার সব প্ল্যান ভেস্তে যায়। কারণ সে রান্নাঘরের এগজস্ট ফ্যানের গর্তে এমনভাবে আটকে যায়, যে প্রায় এক ঘণ্টা ধরে “ঝুলন্” হয়ে পড়ে থাকে। এই গোটা কাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।