scorecardresearch
 
Advertisement

Thief recites Hanuman Chalisa: হনুমান চালিশা পাঠ করার পর মন্দিরের 5000 টাকা চুরি!

Thief recites Hanuman Chalisa: হনুমান চালিশা পাঠ করার পর মন্দিরের 5000 টাকা চুরি!

চোর তো কী হয়েছে? সেও তা মানুষ। তাঁর মনেও ভক্তিভাব জাগে। এরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি হরিয়ানার রেওয়াড়ি জেলার। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি হনুমান মন্দিরে বসে রয়েছে এক যুবক। হাতে হনুমান চালিসা। দীর্ঘক্ষণ ধরে মন্দিরেই বসে রয়েছে সে। এরমধ্যে মন্দিরে এসে অনেকেই বিগ্রহে প্রণাম করে প্রণামী বাক্সে টাকা দিয়ে যাচ্ছেন। কিন্তু ওই যুবক তার আসন থেকে বিন্দুমাত্র নড়েনি। মাঝেমধ্যে মুখ তুলে বিগ্রহের দিকে চেয়েছে শুধুমাত্র। এরপর একসময় পুরোহিতের উপস্থিতিতে ১০ টাকা প্রণামী বাক্সে দানও করেন। এরপর ফের হনুমান চালিসা পাঠ করে চলেন। একসময় যখন মন্দিরে ভক্তদের আনাগোনা কমে আসে, তখন সুযোগ বুঝে প্রাণামী বাক্স ভেঙে ভিতরে থাকা টাকা হাতিয়ে নেয় সে। এরপর একসময় মন্দির থেকে চম্পট দেয় সে।

Thief recites Hanuman Chalisa Viral Video

Advertisement