অসমে গাড়ি চুরি হয়ে গেল এক ব্যক্তির। কিন্তু খবর সেটা নয়। চুরির পর চোর যা কাণ্ড করে গিয়েছে, তা নিয়েই চর্চা সর্বত্র। অসমের দারাং জেলার মঙ্গলদাই শহরের ওই ব্যক্তির একটি দামী গাড়ি চুরি হওয়ার পর একটি বিশেষ বার্তা দিয়ে যায় চোরেরা। একটি চিঠিতে তারা লেখে, কয়েক দিনের মধ্যেই গাড়িটা ফেরত পেয়ে যাবেন। ততদিন পর্যন্ত ব্যাপারটি নিয়ে শোরগোল না করার পরামর্শ দিয়েছেন ওই চোরেরা। রিপোর্ট থেকে জানা গিয়েছে, আব্দুল আজিজ নামের ওই ব্যক্তির একটি চারচাকা গাড়ি তাঁর বাড়ি থেকেই গাড়িটি চুরি যায়। আর তারপর তিনি শহরের জনরাম চক থানায় FIR দায়ের করেন।
Thieves Steal Maruti Suzuki Brezza SUV