Advertisement

Saugata Roy সিগারেট ফুঁকছেন, ধরলেন Giriraj Singh, 'দাদা...', VIDEO VIRAL

লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ই-সিগারেট খাওয়ার অভিযোগ ঘিরে তুলকালাম। BJP সাংসদ অনুরাগ ঠাকুর এই অভিযোগ তুলে স্পিকারকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এই অভিযোগ ওঠার কয়েক ঘণ্টা পরই সংসদ ভবনের বাইরে মকর দ্বারের সামনে সৌগত রায়কে ধূমপান করতে দেখা যায়। তাঁকে দেখে এগিয়ে যান BJP সাংসদ গিরিরাজ সিং। বলেন, 'দাদা, আপনি নিজের স্বাস্থ্যের ক্ষতি করছেন। সঙ্গে জনস্বাস্থ্যও বিপন্ন করছেন।'

Advertisement
POST A COMMENT