Advertisement

Mamata Banerjee: 'তুমি প্রতিবাদের প্রীতিলতা, তুমি বিবেকানন্দের নিবেদিতা...', দিঘার পথে মমতাকে গান শোনানোর আবদার

দিঘা থেকে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ থামল তাঁর কনভয়। কয়েকজন তৃণমূল কর্মী অপেক্ষা করেছিলেন। হাতে গিটার নিয়ে এক যুবক জানালেন, গান শোনাতে চান। তারপরই শুরু করলেন, 'রবীন্দ্র, নজরুল, সুভাষচন্দ্র, দেশবন্ধুর বাংলায়...।' শুনলেন মুখ্যমন্ত্রী।

Advertisement
POST A COMMENT